এবার কি কাশ্মীর উদ্ধার! কি বলছে মোদীর ভবিষ্যৎ জানালেন বিখ্যাত জ্যোতিষী

এবার কি কাশ্মীর উদ্ধার! কি বলছে মোদীর ভবিষ্যৎ জানালেন বিখ্যাত জ্যোতিষী

লোকসভা ভোট নিকটে! ইতিমধ্যেই ঘোষণা হয়েছে দিনক্ষণ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উষ্ণ আবহাওয়ার মধ্যেই রাজনৈতিক কলাকুশলীদের ভাষণে আরও উত্তপ্ত হচ্ছে বাতাস। এরই মধ্যে সমাজমাধ্যম সরগরম প্রখ্যাত রুদ্রকরণ প্রতাপের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংক্রান্ত ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে। তিনি বলছেন, মোদীর প্রধানমন্ত্রীত্বে পাক-অধিকৃত কাশ্মীরের পুনরুদ্ধার হতে চলেছে।

এখন প্রশ্ন জাগে, কে এই রুদ্রকরণ প্রতাপ! বিখ্যাত জ্যোতিষী তিনি! সমাজমাধ্যমেও তিনি যথেষ্ট জনপ্রিয়! অনুগামীর তালিকায় রয়েছেন, বিজেপি সাংসদ তেজস্বী সূর্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে রুদ্রর অনুগামীর সংখ্যা প্রায় ৬০ হাজার। এর আগে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে কেজরিওয়ালের জেলযাত্রা সহ তাঁর একাধিক ভবিষ্যৎবাণী মিলতে দেখা গিয়েছে বলে দাবি অনুগামীদের। ২০২২ সালের মার্চ মাসে দিল্লিমুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে তিনি জানিয়েছিলেন, “২০২৪ সালের মার্চ থেকে অপ্রত্যাশিত ধাক্কার মুখোমুখি হতে হবে কেজরিওয়ালকে।” ২০২৪ সালের ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়া, ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভার ফল, ২০২২ সালে পাঞ্জাব আইনসভা নির্বাচন প্রভৃতি নিয়েও রুদ্রকরণের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে বলে দাবি অনুগামীদের।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 3/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন


জ্যোতিষী রুদ্রকরণ শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ এক্সে পোস্ট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী মঙ্গল মহাদশার মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, “২০২৫ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের জমি সমস্যার সমাধান হতে পারে।” তাঁর আরও দাবি, “প্রধানমন্ত্রী মোদী ২০২৪ সালে আরও একটি মেয়াদ যে পাবেন, তা নিশ্চিতভাবে বলা যায়।” রুদ্রের ভবিষ্যৎবাণী, ২০২৭ সালে প্রধানমন্ত্রীর পদে বসতে পারে যোগী আদিত্যনাথ।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ