Tomato Price : টোম্যাটোর দাম কি তবে কমবে! নেপাল থেকে হবে আমদানি

Tomato Price : টোম্যাটোর দাম কি তবে কমবে! নেপাল থেকে হবে আমদানি

টোম্যাটোর দাম বৃদ্ধি হয়েই চলেছে দেশে। এই পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার রাজ্যসভায় তিনি জানিয়েছেন, টোম্যাটোর দাম নিয়ন্ত্রণ করতে তা আমদানি করা হবে নেপাল থেকে।

বিগত কয়েকমাস ধরে বাজারে আদা, কাঁচা লঙ্কা ও টোম্যাটোর দাম বৃদ্ধি পাচ্ছিল। এখন আদা ও কাঁচা লঙ্কার দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও টোম্যাটোর দাম বেড়েই চলেছে। সংসদের বাদল অধিবেশন চলছে। সেখানেও মূল্য নিয়ন্ত্রণের দাবি উঠেছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, প্রতিবেশী দেশ নেপাল থেকে আমদানি করা হচ্ছে টোম্যাটো। এছাড়াও মহারাষ্ট্র এবং কর্নাটক থেকে টোম্যাটো সংগ্রহ করে সমবায় সমিতিগুলির মাধ্যমে দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গরাজস্থানে বিতরণ করা হচ্ছে।

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ