Jhargram : কুড়মি দখলে পঞ্চায়েত, ৬টি পঞ্চায়েতে বোর্ড গঠন কুড়মি সমাজের সমর্থনে

Jhargram : কুড়মি দখলে পঞ্চায়েত, ৬টি পঞ্চায়েতে বোর্ড গঠন কুড়মি সমাজের সমর্থনে

অবশেষে জঙ্গলমহলে নিজেদের রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা করলো কুড়মি সমাজ। কুড়মি সমাজের সমর্থনে ঝাড়গ্রাম জেলার ৬টি পঞ্চায়েতে গঠিত হল পঞ্চায়েত বোর্ড। ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী ৬ নম্বর গ্রাম পঞ্চায়েত, লোধাশুলি ১১ নম্বর গ্রাম পঞ্চায়েত, সাপধরা গ্রাম পঞ্চায়েত, দুধকুন্ডি গ্রাম পঞ্চায়েত, জাম্বনী ব্লকের জাম্বনী ৮ নম্বর গ্রাম পঞ্চায়েত, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খাড়বান্ধি ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতে কুড়মি সমাজের সমর্থনে গঠিত হয়েছে পঞ্চায়েত বোর্ড।

দীর্ঘদিন ধরে নিজেদের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কুড়মিরা৷ কুড়মিদের তফশিল উপজাতির তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজের একাধিক সংগঠন। চলেছে ঘাঘর ঘেরা, রেল অবরোধ। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নিজেদের দাবি রাজনৈতিক ভাবে উপস্থাপনের সিদ্ধান্ত নেয় কুড়মি সমাজ। জঙ্গলমহলের বহু আসনে প্রার্থী দেওয়া হয় সমাজের তরফে। ফলাফলে দেখা যায়, বিশেষত ঝাড়গ্রামে কুড়মিদের ফলাফল আশাব্যঞ্জক।

আরও পড়ুন:  Elephant : হাতির তাণ্ডবে দিশেহারা, ঝাড়গ্রামের সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

এবার কুড়মি সমাজের সমর্থনে ৬টি পঞ্চায়েত বোর্ড গঠন হল ঝাড়গ্রাম জেলার একাধিক ব্লকে। ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী ৬ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান লীলাবতী সিং ও উপ প্রধান রাজু মাহাতো, লোধাশুলি ১১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান শিল্পী মাহাতো ও উপপ্রধান বুদ্ধেশ্বর মাহাতো, সাপধরা গ্রাম পঞ্চায়েতে প্রধান নন্দিতা মাহাতো ও উপ প্রধান অসীম মাহাতী, জাম্বনী ব্লকের জাম্বনী ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান বৈদ্যনাথ মান্ডি ও উপপ্রধান ভবেন্দু মাহাতো, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খাড়বান্ধি ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান সীতা সরেন ও উপপ্রধান রেখা নায়েক। এছাড়া দুধকুন্ডি গ্রাম পঞ্চায়েতেও বোর্ড গঠন হয়েছে কুড়মি সমাজের সমর্থনে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ