FIFA World Cup 2022 : লুসেল স্টেডিয়ামে মেসির সাম্রাজ্যের পতন ঘটালো সৌদি আরব

FIFA World Cup 2022 : লুসেল স্টেডিয়ামে মেসির সাম্রাজ্যের পতন ঘটালো সৌদি আরব

২০২২ ফিফা বিশ্বকাপের প্রথম বড় বিপর্যয় দেখা গেছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) লুসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ-সি ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। ফুটবল বিশ্বের ইতিহাসে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের এটাই প্রথম জয়। এর আগে দুই দলের মধ্যে মোট চারটি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে আর্জেন্টিনা দুটি ম্যাচে জয়লাভ করেছে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনার হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। অন্যদিকে সৌদি আরবের হয়ে গোল করেন সালেহ আলশেহরি ও সালেম আল-দাওসারি। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে ৫১ নম্বরে রয়েছে সৌদি আরবের দল।

আরও পড়ুন:  FIFA World Cup 2022 : খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরানকে ধুয়ে দিল ইংল্যান্ড

ম্যাচের প্রথম গোলটি হয় দশম মিনিটেই। পেনাল্টি থেকে এই গোলটি করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আসলে সৌদি আরবের খেলোয়াড় আবদুল্লাহমিদ আর্জেন্টাইন খেলোয়াড়কে থামানোর চেষ্টা করেন, যার কারণে তিনি সৌদি আরবের বক্সে পড়ে যান। এরপর ভিএআর চেকের মাধ্যমে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি রূপান্তরে কোনো ভুল করেননি মেসি।

এছাড়া প্রথমার্ধে আর্জেন্টিনা কিছু গোল করলেও আনুষ্ঠানিকভাবে তা আর করা যায়নি। তারপর লাউতারো মার্টিনেজও আরেকটি গোল করেন, কিন্তু ভিএআর এটিকে অফসাইড বলে অভিহিত করায় তা বাতিল করা হয়। এছাড়া প্রথমার্ধে মেসির গোলও ছিল অফসাইড।

আরও পড়ুন:  Fifa World Cup 2022: আজ থেকে শুরু হচ্ছে ৩২টি দলের একটি কাপের জন্য ফুটবলের মহাযুদ্ধ

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সৌদি আরব। ফলস্বরূপ, ম্যাচের ৪৮তম মিনিটে তিনি ম্যাচের প্রথম গোলটি করেন। সৌদি আরবের হয়ে গোল করেন সালেহ আলশেহরি। এরপর ৫৪ মিনিটে সালেম আল-দাওসারি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। ১-২ ব্যবধানে পিছিয়ে থাকার পর আর্জেন্টিনা খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করলেও সৌদি আরবের রক্ষণ ও চমৎকার গোলকিপিংয়ের সামনে তা কাজে আসেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ