তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ পুলিশকর্মী, গ্রেপ্তার ৪১ জন

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ পুলিশকর্মী, গ্রেপ্তার ৪১ জন

তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা থামাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন একজন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।

জানা গিয়েছে, সোমবার রাত দশটা নাগাদ বসিরহাটে শাকচুড়া বাজারের টাকি রোডের উপরে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে দুটি গোষ্ঠী বচসায় জড়িয়ে পড়ে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে এলাকায় আসে পুলিশ। কিন্তু সেই সময়েই গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন অনন্তপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল প্রভাস সর্দার (৪২)। প্রভাসবাবুর বাম কাঁধে গুলি লেগেছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় বসিরহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় মোট ৪১ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গুলিচালনার। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। এলাকায় পুলিশ সুপার জবি থমাস এবং অন্য পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ