নতুন বছরের প্রথম ম্যাচে হায়দরাবাদের এফসি-র বিরুদ্ধে নেমেছিল এটিকে মোহনবাগান। কোচ জুয়ান ফেরান্দো দায়িত্ব নেওয়ার পর পর দুটি ম্যাচে জয় পেয়েছিল এটিকে। কিন্তু কঠিন প্রতিপক্ষ হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের অন্তিমে গোল খেয়ে জেতা ম্যাচ ড্র করলো সবুজ-মেরুণ।
মোহনবাগানের পক্ষে ম্যাচের শুরু হয়েছিল চমকপ্রদ ভাবে। ম্যাচের প্রথম মিনিটেই আইএসএল-এর ইতিহাসে দ্রুততম গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়ামস। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ বজায় থাকেনি। ম্যাচের ১৮ মিনিটে বক্সের ভিতর অত্যন্ত নির্বিষ বলকে গ্রিপ করতে গিয়ে ফসকান অমরিন্দর। ওগবেচ গোল করে হায়দ্রাবাদের পক্ষে সমতা ফেরান। বিরতির অল্প আগে চোট পান কার্ল। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। মাঠে আসেন মোহনবাগানের ফিজিও। পরে তিনি ফের খেলা শুরু করেন। বিরতির আগে ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়।
- Advertisement -
বিরতির পরে ম্যাচের ৬৪ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন জনি কাউকো। দীর্ঘ সময় এই ব্যবধান বজায় রাখে এটিকে। এই সময় ৭০ মিনিটে লিস্টন ব্যবধান বৃদ্ধির সুযোগ পেলেও তা হয়নি। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ৯০+১ মিনিটে হায়দরাবাদের হয়ে সমতা ফেরালেন সিভেইরো।
- Advertisement -
এই ম্যাচ জিতলে লিগ তালিকার শীর্ষে পৌঁছে যেত এটিকে। কিন্তু শেষ মুহূর্তে ২-২ গোলে ড্র করে ৯ ম্যাচ খেলার পর ১৫ পয়েন্ট নিয়ে সবুজ-মেরুনের অবস্থান এখন তিনে।