এটিকে মোহনবাগানের পর কোচ নিয়ে একই ঘটনার পরম্পরা ইস্টবেঙ্গলে। প্রধান কোচের পদ ছাড়লেন ম্যানুয়েল মানোলো দিয়াজ।
- Advertisement -
আইএসএল মরসুম শুরু হওয়ার পর থেকে ইস্টবেঙ্গলে খারাপ সময় অব্যাহত। আটটি ম্যাচ খেলার পরেও জয় অধরা। সমান সমান পরাজয় ও ড্র করে ৪ পয়েন্ট হাতে নিয়ে লিগ টেবিলে সবার নীচে অবস্থান লাল-হলুদের। এই পরিস্থিতিতে দলের সঙ্গে কোচের দূরত্ব ক্রমশ বেড়েছে। বারবার তা প্রকট হয়েছে কোচ দিয়াজের দল সম্পর্কিত মন্তব্যে। কখনও বলেছেন দল জেতার জন্য তৈরি নয়, কখনও বা বলেছেন আইএসএল খেলার অনুপযুক্ত দল। এবার মোহনবাগান কোচের পদাঙ্ক অনুসরণ করে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
যদিও প্রধান কোচের পদ থেকে ম্যানুয়েল মানোলো দিয়াজের অপসারণের খবর সূত্র মারফত জানা গেলেও এই বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি ইস্টবেঙ্গলের তরফে।