AFC CUP: যুবভারতীতে ফিরছে দর্শক , ফিরছে সেই কোলাহল

AFC CUP: যুবভারতীতে ফিরছে দর্শক , ফিরছে সেই কোলাহল

গতবছরের সমস্ত রকম ব্যর্থতা ভুলে আবার এএফসি কাপের আশায় বুক বাঁধছে সমস্ত সবুজ মেরুন (ATK Mohun Bagan) সমর্থক।দলে এসেছে একাধিক পরিবর্তন। নেই নাসাফের কাছে লজ্জার হারের সম্মুখীন করা হাবাস, এসেছে চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতা প্রাপ্ত জুয়ান ফার্নান্দো। তার দল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আইএসএল (ISL) দেখেই বোঝা গেছে তবে আইএসএল আর এএফসি কাপ (AFC CUP) এক নয় সেটা এফসি নাসাফ বুঝিয়ে গেছিলো আগের বার।

এবার লিস্টনদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার ব্লু আর্মি তবে থাকছেন না মোহনবাগান সমর্থকদের মধ্যমনি রয় কৃষ্ণ। তাই কৃষ্ণহীন মোহনবাগানকে রুখতে তৎপর ব্লু স্টার। পাচ্ছে না ঝিঙ্গান কেও। চারজন বিদেশী সম্ভবত তিরি, কাউকো, উইলিয়ামস, বুমোস। অন্যদিকে ব্লু স্টার এফসির দিকে নজর রাখলে দেখা যাবে তারা পাচ্ছে না নিজেদের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে।

এছাড়াও চেন্নাইয়ের ইয়ার্পর্তে লাগেজ গন্ডগোলের দরুন ঠিকমত প্রশিক্ষন নিতেও ব্যাহত হয়েছে। বর্তমানে শ্রীলংকার আর্থিক পরিস্থিতিকে মাথায় না রেখেই কালকে শক্তিশালী মোহনবাগানের বিপক্ষে ভালো লড়াই করার অঙ্গীকার করেছেন।

তবে জুয়ান ফার্নান্দো কিন্তু একদমই সহজ ভাবে দেখছে না, বরং বেশ প্রশংসাই করছেন তাদের। জুয়ানের কথায় প্রকাশ পেয়েছে সে সমর্থকদের পাওয়ায় বেশ খুশি। কাল এএফসি কাপের দ্বিতীয় রাউন্ড কোয়ালিফিকেশনে যুবভারতীতে মুখোমুখি দুই দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ