AFC Cup : বসুন্ধরার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামছে মোহনবাগান

AFC Cup : বসুন্ধরার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামছে মোহনবাগান

এপর্যন্ত সাক্ষাৎ হয়েছে ৩ বার। কিন্তু মোহনবাগানকে হারাতে পারেনি ওপার বাংলার বসুন্ধরা কিংস। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কিংস এরিনায় সেই অধরা জয়ের লক্ষ্যে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামছে বসুন্ধরা। অন্যদিকে নিজেদের ভুল শুধরে নিয়ে এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচে টানা তৃতীয় জয় ছিনিয়ে নিতে মরিয়া কোচ ফেরান্দোর ছেলেরা।

বিগত ম্যাচে মোহনবাগানের একাদশে ছিলেন আনোয়ার আলি, লিস্টন কোলাসো, আশিস রাই, সহাল আব্দুল সামাদ ও গ্ল্যান মার্টিন্স ছিলেন। গোলে বিশাল কয়েথ। কিন্তু আনোয়ার আলিকে এই ম্যাচে পাচ্ছে না সবুজ মেরুন দল। বসুন্ধরার বিরুদ্ধে ম্যাচেই তাঁর পায়ে চোট লাগে। তার ফলে তিনি অন্তত মাস খানেকের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। আনোয়ারের জায়গায় খেলার সম্ভাবনা শুভাশিস বোসের। যদিও বসুন্ধরার বিরুদ্ধে অ্যাওয়ে মাচে আনোয়ারকে না পাওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে নারাজ বাগান-কোচ ফেরান্দো। সেই প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ফুটবলে তো চোট হয়েই থাকে। আমি খুশি যে আমাদের দলে অনেক ভাল ভাল খেলোয়াড় রয়েছে, যারা যে কোনও সময়ে মাঠে নামার জন্য তৈরি। তাই কারও চোট হলে তার বিকল্প খুঁজে পাওয়া নিয়ে তেমন সমস্যা হয় না।”

আরও পড়ুন:  ISL 2023 : লিগশীর্ষে বাগান, জামশেদপুরের মাঠে জয় লিস্টন-পেত্রাত্রোসদের

ঘরের মাঠে বসুন্ধরা যে যথেষ্ট শক্তিশালী তা মেনে নিয়েছেন মোহনবাগান কোচ। ড্রিবলিং ও মার্কারকে বিভ্রান্ত করার বিষয়ে দক্ষতার কারণে বসুন্ধরার ব্রাজিলীয় উইঙ্গার রবিনহো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আক্রমণে তাঁর নেত্ররত্ব ও গোলমুখী জোরালো শট সমস্যায় ফেলতে পারে সবুজ-মেরুন রক্ষণকে। রবিনহো ছাড়াও ইয়ালদাশেভ, গফুরভ, দিদিয়ে ব্রসু, মিগুয়েল ফিগুয়েরা, ডোরিরাও বসুন্ধরার তুরুপের তাস। সেই বিষয়কে মাথায় রেখেই বসুন্ধরার বিরুদ্ধে ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ফেরান্দো। তিনি জানিয়েছেন, “বসুন্ধরা যে তাদের ঘরের মাঠে শক্তিশালী, এই নিয়ে কোনও সন্দেহ নেই। যে কোনও টুর্নামেন্টেই অ্যাওয়ে ম্যাচ হোম ম্যাচের চেয়ে কঠিন হয়। তবে আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। যে পরিকল্পনা কার্যকরী করলে আমরা তিন পয়েন্ট পেতে পারি।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ