ISL 2022-23:আইএসএলে সবুজ মেরুনের যে ম্যাচ গুলি না দেখলেই নয়

ISL 2022-23:আইএসএলে সবুজ মেরুনের যে ম্যাচ গুলি না দেখলেই নয়

পুজো মিটলেই শুরু হবে এই বছরের ইণ্ডিয়ান সুপার লিগ(ISL)। সারা দেশ মেতে উঠবে ফুটবল নিয়ে৷ টানা তিন মাস ধরে বজায় থাকবে সেই উত্তেজনার পারদ৷ এবারের আইএসএল-এ সবুজ মেরুনের কয়েকটি ম্যাচ হয়ে উঠতে পারে রোমাঞ্চকর৷ দেখে নেওয়া যাক সেই রকম কয়েকটি ম্যাচের খবর।

১৬ অক্টোবর, রবিবার, কেরালা ব্লাস্টার্স( Kerala Blasters )বনাম এটিকে মোহনবাগান(ATK Mohunbagan): কোচি জহরলাল নেহেরু স্টেডিয়ামে হতে চলা এই ম্যাচে এটিকে মোহনবাগান ও গতবারের রানার্স-আপ কেরালা ব্লাস্টার্স মুখোমুখি সম্মুখ সমরে নামবে। আইএসএলে এখন পর্যন্ত এটিকে মোহনবাগানকে কখনও হারাতে পারেনি কেরালা ব্লাস্টার্স। একটি ম্যাচে ড্র হয়েছে এবং তিনটি ম্যাচে কলকাতার দল জিতেছে। কিন্তু এবারের কেরল দল যথেষ্ট শক্তিশালী। ফলে ম্যাচটি যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করা যায়।

২৯ অক্টোবর, শনিবার, এটিকে মোহনবাগান(ATK Mohunbagan বনাম ইস্টবেঙ্গল এফসি(East Bengal FC): কলকাতা ডার্বি ছাড়া ভারতীয় ফুটবল অসম্পূর্ণ। ফুটবল নিয়ে বাঙালির আবেগের তুলনা হয় না। সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে ঘটি-বাঙাল তথা মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথে। আইএসএলে চারবার কলকাতার দুই প্রধান মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই এটিকে মোহনবাগান জিতেছে। ফলে এবারে জিততে মরিয়া থাকবে ইস্টবেঙ্গল।

৬ নভেম্বর, রবিবার, মুম্বই সিটি এফসি(Mumbai City FC) বনাম এটিকে মোহনবাগান(ATK Mohunbagan): হিরো আইএসএলে এখন পর্যন্ত মুম্বইয়ের দলকে হারাতে পারেনি এটিকে মোহনবাগান। চারবার মুম্বই সিটি এফসি জিতেছে ও একবার ড্র হয়েছে। ফলে মরিয়া থাকবে মোহনবাগান।

২৬ নভেম্বর, রবিবার, এটিকে মোহনবাগান(ATK Mohunbagan) বনাম হায়দরাবাদ এফসি(Hyderabad FC): এই ম্যাচের মূল আকর্ষণ দুই স্প্যানিশ কোচের মস্তিষ্ক ও কৌশলের লড়াই।

৩ ডিসেম্বর, শনিবার, বেঙ্গালুরু এফসি(Bengaluru FC) বনাম এটিকে মোহনবাগান(ATK Mohunbagan): এটিকে মোহনবাগান থেকে তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ, প্রবীর দাস, সন্দেশ ঝিঙ্গন এখন বেঙ্গালুরুতে। ফলে প্রাক্তনরা বর্তমান দলের হয়ে ঝাপাবেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ