ISL 2022-23: নতুন করে দল সাজিয়ে সাফল্য আনতে মরিয়া এটিকে মোহনবাগান

ISL 2022-23: নতুন করে দল সাজিয়ে সাফল্য আনতে মরিয়া এটিকে মোহনবাগান

গত বছর আইএসএলে(ISL) সেমিফাইনালের দ্বিতীয় লেগে অসাধারণ খেলেও হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমণির কাছে হার মানতে হয়েছিল এটিকে মোহনবাগানকে(ATK Mohunbagan)। গোল পার্থক্যের কারণে ফাইনালে ওঠা হয়নি। এবারে তাই স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো তত্ত্বাবধানে নতুন করে সেজে উঠেছে সবুজ-মেরুন দল। একাধিক তারকা খেলোয়াড়কে ছেড়ে নিজের মত করে দল সাজিয়েছেন তিনি।

গত কয়েক মরশুমে বাগানের অন্যতম সেরা দুই খেলোয়াড় রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। স্প্যানিশ তিরি চোটের জন্য বেশিরভাগ সময়ই বাইরে থাকবেন। গত আইএসএল মরশুমে এটিকে মোহনবাগান লিগ পর্বে ২৬টি গোল খেয়েছিল। বারবার প্রকট হয়েছিল ডিফেন্সের দুর্বলতা। সেই জন্য এবারে বিদেশি ডিফেন্ডার গিনির ফ্লোরেন্তিন পোগবা ও অস্ট্রেলিয়ার ব্রেন্ডান হ্যামিলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে গত বারের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-র ডিফেন্ডার আশিস রাইকেও দলে নেওয়া হয়েছে। কিন্তু গত বছর রয় কৃষ্ণ ও উইলিয়ামস গোল করে ও করিয়ে দলকে টেনেছেন। অনেকে মনে করছেন কোচ রক্ষণ শক্তিশালী করার কাজে মন দিলেও তাঁদের অনুপস্থিতি দলকে সমস্যায় ফেলতে পারে। যদিও অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রিয়স পেট্রাটসকে দলে নেওয়া হয়েছে। দলে পুরাতন দুই যোদ্ধা লিস্টন কোলাসো ও মনবীর সিং রয়েছেন। । লিস্টন কোলাসো, জনি কাউকো, আশিক ও হুগো বুমোসের উপর অনেকটাই দল নির্ভর করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ