Derby: আজ নৈহাটিতে মিনি ডার্বি, উত্তেজনা তুঙ্গে

Derby: আজ নৈহাটিতে মিনি ডার্বি, উত্তেজনা তুঙ্গে

সিজনের প্রথম ডার্বি। আজ নৈহাটি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ও মহামেডান।তাই দুই দলের সদস্য-সমর্থকদের মধ্যে তুমুল উৎসাহ। আর ফুটবল প্রেমীদের মধ্যে তুমুল উৎসাহ দেখা দিয়েছে মরশুমের প্রথম মিনি ডার্বি-কে ঘিরে।

ধারে ভারে মহামেডানের থেকে অনেক এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। যদিও এটিকে মোহনবাগানের থেকে অনেক আগেই অনুশীলন শুরু করেছে।

আজকে নৈহাটি স্টেডিয়ামে মহামেডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে যেতে পারে এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো। সূত্রের খবর দু’অর্ধে সবকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারেন। অষ্ট্রেলিয়ান তারকা ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল ছাড়া বাকি সব বিদেশি প্লেয়ারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে এটিকে মোহনবাগান কোচ ফেরান্দোর।

নৈহাটি স্টেডিয়ামের সিট সংখ্যা ১০ হাজার হলেও নিরাপত্তার কারণে ৭ হাজার দর্শক প্রবেশের ছাড়পত্র মেলে। নৈহাটি কাপের অন্যতম কর্মকর্তা নবাব ভট্টাচার্য বলেন “সন্ধ‍্যা ৫.৩০এ খেলা শুরু। বিকাল ৪.১৫তে গেট খোলা হবে।জলের বোতল,ছাতা,হেলমেট, খাবারের প‍্যাকেট ও আত্স বাজি নিষিদ্ধ। ক্রীড়া মন্ত্রী, বনমন্ত্রী, জলসম্পদ ও সেচ মন্ত্রী মাঠে থাকবেন।” এছাড়াও তিনি আরো বলেন “টিকিট শেষ হয়ে গেছে, অপরাধ নেবেন না, লাইভ দেখার ব্যবস্থা করলাম। সামান্য রেজিস্ট্রেশন ফিস লাগবে। কিন্তু যাই হোক, সিজনের প্রথম ডার্বি মিস করবেন না কোনো মতেই।” খেলাটি দেখা যাবে Instat.tv তে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ