Kolkata Derby : ডুরান্ড ফাইনালে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বি ঘিরে বাড়ছে উত্তেজনা

Kolkata Derby : ডুরান্ড ফাইনালে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বি ঘিরে বাড়ছে উত্তেজনা

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান! কলকাতা ডার্বি! উপলক্ষ্য ডুরান্ড কাপ ফাইনাল! স্বভাবতই ফাইনালে কলকাতা ডার্বিকে কেন্দ্র করে বৃদ্ধি পাচ্ছে উত্তেজনার পারদ। শেষ বার ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল ২০০৪ সালে, ১৯ বছর আগে। সেই সম্মুখ সমরে হেরেছিল মোহনবাগান। এবার তাদের সামনে হিসাব সমান করার সুযোগ।

এইবারের ডুরান্ড কাপের শুরুতেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হয়। ১২ আগস্ট গ্রুপ পর্বের সেই ম্যাচে ১-০ গোলে জেতে ইস্টবেঙ্গল। প্রায় সাড়ে চার বছর ও টানা ৮টি ডার্বি হারের পর ডার্বিতে জয় পায় লাল-হলুদ। তারপর ধীরে ধীরে ডুরান্ড কাপের ফাইনালে এসেছে তারা৷ যদিও গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে অপ্রত্যাশিত হারের পর মোহনবাগানও জয় পেয়ে এখন ফাইনালে। গ্রুপের সময়ের তুলনায় দল এখন অনেক সংঘবদ্ধ৷ যা স্বীকার করেছেন স্বয়ং ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতও। তিনি জানিয়েছেন,ডুরান্ড, এএফসি কাপের ম্যাচ খেলে বা বাংলাদেশ, নেপালের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে মোহনবাগান অনেক তীক্ষ্ণ। এছাড়া মুম্বাই সিটির মতো শক্তিশালী দলকেও হারিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড৷ যদিও মোহনবাগান সুপার জায়ান্টসদের হারাতে তাঁর ইস্টবেঙ্গল এসসি ব্রিগেড তৈরি বলেই জানিয়েছেন কুয়াদ্রাত।

আত্মবিশ্বাসী মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোও। যদিও সুহেল, সুমিতদের জাতীয় শিবিরে চলে যাওয়া ও ঘন ঘন ম্যাচ খেলতে হওয়ায় ফুটবলারদের রিকভারির সময় না পাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। দুই কোচই রেফারি নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগকে আপাতত বিশেষ গুরুত্ব দিতে নারাজ। অন্যদিকে ফাইনালে কলকাতা ডার্বিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই টিকিটের চাহিদা আকাশ ছুঁয়েছে। এসেছে কালোবাজারির অভিযোগ। রবিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বিকাল ৪ টেতে শুরু হচ্ছে কলকাতা ডার্বি।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ