Medinipur : ভুল অস্ত্রোপচারের অভিযোগ মেদিনীপুর মেডিকেলে, সংকটজনক কিশোরী, মন্ত্রী বীরবাহার পায়ে পড়লেন বাবা-মা

Medinipur : ভুল অস্ত্রোপচারের অভিযোগ মেদিনীপুর মেডিকেলে, সংকটজনক কিশোরী, মন্ত্রী বীরবাহার পায়ে পড়লেন বাবা-মা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি এক কিশোরীর ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সুস্থ শরীরে মেয়েকে ফিরে পেতে হাসপাতালে আসা মন্ত্রী বীরবাহা হাঁসদার পা ধরলেন সংকটজনক কিশোরীর বাবা-মা। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে ভুল অস্ত্রোপচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

জানা গিয়েছে, মেদিনীপুর শহর লাগোয়া কালগাং এলাকার বাসিন্দা গোবিন্দ রায় শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ পেটের অসহ্য যন্ত্রণায় কাতর কিশোরী মেয়ে সুপ্রিয়া রায় (১৩) শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাতেই অস্ত্রোপচার হয় ঐ কিশোরীর। তারপরে ফের শনিবার অস্ত্রোপচারের পরেও প্রথমে আইসিইউ ও পরে ভেন্টিলেশনে পাঠানো হয় সংকটজনক ঐ কিশোরীকে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

পরিবারের দাবি, কোনও রকম টেস্ট না করে পুরাতন ইউজিসি রিপোর্টের ভিত্তিতেই শুক্রবার রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয় সুপ্রিয়ার। তারপর ফের শনিবার অপারেশন হয়। পরিবারের অভিযোগ ভুল অপারেশন করা হয়েছিল। রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কিশোরীর অবস্থা সংকটজনক। রবিবার সকালে ঝাড়গ্রামের এক রোগীকে দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁকে দেখতে পেয়ে মেয়েকে সুস্থ শরীরে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে মন্ত্রীর পা ধরে মিনতি জানান কিশোরীর বাবা-মা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ