World Cup 2023 : এটি শামির বিশ্বকাপ! ভারতকে ফাইনালে তুললেন বাংলার বোলার

World Cup 2023 : এটি শামির বিশ্বকাপ! ভারতকে ফাইনালে তুললেন বাংলার বোলার

এটি মহম্মদ শামিবিশ্বকাপ! হয়তো অনেকে বাক্যটিকে অত্যুক্তি বলবেন। কিন্তু পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় নিজের দায়িত্বে ভারতকে সেমিফাইনালের গেরো থেকে মুক্ত করলেন বাংলার বোলার। ৭ উইকেট নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে ভারতকে ফাইনালে তুললেন তিনি। ম্লান হয়ে গেল বিরাট কোহলির ৫০ তম সেঞ্চুরি এবং শ্রেয়স আইয়ারের বিস্ফোরক শতরান। নিস্প্রাণ পিচে ফুল ফোটালেন শামি। ৭০ রানে নিউজিল্যান্ডকে হারালো ভারত।

মুম্বাইয়ের ওয়াংখেড়ের পাটা পিচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত শর্মা। শুরু থেকেই ভারত ব্যাটিং তান্ডব চললো। প্রথমেই মাত্র ২৯ বলে ৪৭ রান করে যান রোহিত। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে ৭৯ রানের মাথায় মাঠ ছাড়েন শুভমন। ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। ওয়ান ডে ক্রিকেটে নিজের ৫০ তম শতরান করে সচিন তেন্ডুলকারের রেকর্ড ভাঙেন কোহলি। ১১৩ বলে ১১৭ রান করে আউট হন তিনি। মাত্র ৭০ বলে ১০৭ রান করেন শ্রেয়স। বিশ্বকাপের নক আউট পর্যায়ে অ্যাডাম গ্রিলক্রিস্টের দ্রুততম শতরানের নজির ভাঙেন তিনি৷ মারেন ৪ টি চার এবং ৮ টি ওভার বাউন্ডারি। শেষে ২০ বলে ৩৯ রান করে ভারতের রান ৩৯৭/৪ এ পৌঁছে দেন কে এল রাহুল।

৩৯৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। রোহিতের এইদিন প্রধান অস্ত্র হয়ে উঠলেন মহম্মদ শামি। ছোট ছোট স্পেলে এলেন বল করতে। যখনই এলেন উইকেট নিলেন। বুমরা, সিরাজ প্রথম স্পেলে উইকেট না পাওয়ায় দ্রুত শামিকে আনেন রোহিত। এসে নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট। চতুর্থ বলে ফের উইকেট। প্রথম ওভারেই ক্রমশ জমে ওঠা কনওয়ে ও রাচিন রবিন্দ্রকে তুলে নেন তিনি। এরপর জাদেজা, কুলদীপ এলেও উইকেট তুলতে পারেননি। ফের ক্রমশ ভারতের হাত থেকে খেলা বের হয়ে যেতে থাকে। ১৮১ রানের পার্টনারশিপ করে ফেলেন কেন উইলিয়ামসন ও ডারেল মিচেল। শতরান সম্পূর্ণ করেন এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মিচেল। ফের শামির দ্বারস্ত হন রোহিত৷ এসেই ভয়ঙ্কর হয়ে ওঠা কিউয়ি ক্যাপটেন উইলিয়ামসনকে ফেরান শামি। অসাধারণ অফকাটারে বিট করেন শতরান করে ডারেল মিচেলকে। যে পিচে বোলারদের জন্য প্রায় কিছুই ছিলনা, সেখানে শুধু সিম পজিশন, গতি, লাইন ও লেন্থ দিয়ে বাজিমাত করেন শামি। শতরান করে সেট হয়ে যাওয়া ডারেল মিচেলকেও (১১৯ বলে ১৩৪ রান) আউট করেন তিনি। থামেন ৭ উইকেট নিয়ে। বিশ্বকাপে ভারতের কোনও বোলারের সেরা পারফরম্যান্স। ভেঙে দেন এক বিশ্বকাপে ভারতের হয়ে জাহির খানের (২১) সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড৷ এখন এই বিশ্বকাপে শামির শিকার ২৩। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচেই ৫ এর বেশি উইকেট নিলেন তিনি। সেমিফাইনালে কিউয়ি ব্যাটিং লাইনআপের প্রথম ৫ ব্যাটারই শামির শিকার। এরপর তাঁকে ছাড়া ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আর কাউকে দেওয়া সম্ভব ছিল না৷ এই বিশ্বকাপে ৪ বার ৫ উইকেট নেওয়া হয়ে গেল শামির। নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করলো ভারত।

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ