কলেজ সার্ভিস কমিশনের প্রধানকে ধরে আনবে পুলিশ! আধ ঘন্টায় নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

কলেজ সার্ভিস কমিশনের প্রধানকে ধরে আনবে পুলিশ! আধ ঘন্টায় নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

রুদ্ধশ্বাস নাটক কলকাতা হাইকোর্টে! কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে শুক্রবার রাতের মধ্যেই আদালতে ধরে আনতে পুলিশকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে কলেজে নিয়োগের প্যানেল অবিলম্বে হাইকোর্টে পেশ করতে কলেজ সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন বিচারক। অন্যথায় কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সেই নির্দেশ না মানার কারণেই চেয়ারম্যানকে হাজির করানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সেই নির্দেশের আধ ঘন্টার মধ্যে ডিভিশন বেঞ্চে খারিজ হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। এমনকি মামলা নিয়ে এত তাড়াহুড়ো করার বিষয়ে প্রশ্নও তুললো ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:  Kamduni Case : কামদুনি মামলায় ফাঁসি বদলে বেকসুর! তোলপাড় রাজ্য

কলেজ সার্ভিস কমিশনের ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতিঅভিযোগ এনে আদালতে মামলা দায়ের হয়। মামলাকারী চাকরিপ্রার্থীর অভিযোগ ছিল, ২০২৩ সালে ঐ নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশিত হলেও প্যানেলে শুধুমাত্র প্রার্থীদের নাম ও রেজিস্ট্রেশান নম্বর প্রকাশিত হয়েছিল। কিন্তু প্রাপ্ত নম্বরের উল্লেখ ছিল না। মামলায় কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই মামলা ফেরত পাঠায়।

আরও পড়ুন:  Kamduni Case : কামদুনি মামলায় ফাঁসি বদলে বেকসুর! তোলপাড় রাজ্য

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ