অবশেষে শিকে ছিঁড়লো। জয়ের খোঁজ পেল ইস্টবেঙ্গল। বুধবারের সন্ধ্যায় গোয়াকে ১-২ ফলে হারালো লাল-হলুদ বাহিনী। মরশুমের প্রথম জয় পেয়ে লিগ টেবিলে এক ধাপ উঠলো ইস্টবেঙ্গল।
ম্যাচ শুরুর ৯ মিনিটেই ইস্টবেঙ্গলের পক্ষে হয় প্রথম গোল। এডু বেদিয়ার মিসপাস ধরে গোল করে যান নাওরিম মহেশ। প্রথম গোল খেয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় গোয়া। একের পর এক পাস ইস্টবেঙ্গলের বক্স পর্যন্ত উঠে আসে। যেন তেন প্রকারেন গোয়ার আক্রমণ সামাল দিতে থাকে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার ও মিড ফিল্ডাররা। ২১ মিনিটে গোয়ার একটি পেনাল্টির আবেদন নাকচ হয়। ৩৮ মিনিটে গোয়ার হয়ে সমতা ফেরান আলবার্তো নগুয়েরা। ওর্টিজের থ্রু পাস ধরে সুন্দর ফিনিশ করেন। ৪২ মিনিটে ফের ব্যবধান তৈরি করে ইস্টবেঙ্গল। গোয়া ডিফেন্স মারাত্মক ভুলের খেসারত দেয়। নিজের ব্যক্তিগত ও দলের দ্বিতীয় গোল করে যান মহেশ।
- Advertisement -
বিরতির পর একাধিক বদল করেন গোয়া কোচ। বারংবার ইস্টবেঙ্গলের ডিফেন্স হানা দেয় গোয়া। বেশ কয়েকবার অল্পের জন্য গোল হয়নি। ৮১ মিনিটে ফের গোয়ার পেনাল্টির আবেদন নাকচ হয়। বারবার আক্রমণে উঠেও আর গোল হয়নি গোয়ার পক্ষে। ১-২ ফলে মরশুমের প্রথম ম্যাচ জিতে শেষ ধাপ থেকে এক ধাপ উপরে এলো পদ্মা-পারের দল। ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন লিগ টেবিলের দশম স্থানে।