জয় যেন ছেড়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। বুধবারেও ড্র দিয়েই সন্তুষ্ট থাকতে হল পদ্মা-পারের দলকে। অন্তিম মুহূর্তের গোলে চেন্নাইয়ান এফসি-র সঙ্গে ২-২ ফলে ড্র করলো মারিয়ো রিভেরার ছেলেরা।
- Advertisement -
বুধবার ম্যাচের শুরুতেই পিছিয়ে পরে ইস্টবেঙ্গল। ২ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার হীরা মণ্ডল। ১৫ মিনিটে ফের গোল খায় লাল হলুদ। এবারেও রক্ষণের ভুল এবং এবারের অন্যতম কারণ হীরা মন্ডল। বক্সের কাছে বলের নিয়ন্ত্রণ হারান তিনি। সেই বল ধরে বক্সের ভিতরে এসে জোরালো শটে ব্যবধান বৃদ্ধি করেন নিনথই। প্রথমার্ধে ছন্নছাড়াই লেগেছে ইস্টবেঙ্গলকে। ২ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধে শেষ করে তারা।
- Advertisement -
দ্বিতীয় হাফে কিছুটা গতি আসে লাল হলুদের খেলায়। ম্যাচের ৬১ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান সিডোয়েল। প্রায় ইনজুরি টাইমে ৯০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান নামতে। ২-২ গোলে ম্যাচ ড্র হয়।
- Advertisement -
১৫ টি ম্যাচ খেলার পরেও ইস্টবেঙ্গলের ঝুলিতে একটি মাত্র জয়। এদিনের ড্র এর পর ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শেষের আগের ধাপে লাল হলুদ।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]