ISL 2023-24: আইএসএল হারাল টাইটেল স্পনসর, ধাক্কা ভারতীয় ফুটবলে

ISL 2023-24: আইএসএল হারাল টাইটেল স্পনসর, ধাক্কা ভারতীয় ফুটবলে

আইএসএলে আর দেখা যাবে না হিরো মোটোকর্প-কে। ভারতীয় ফুটবলের সাথে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করল হিরো(Hero)। হিরোর সম্পর্ক ছিন্ন করাই বিরাট ধাক্কা খেলো ভারতীয় ফুটবল(Football)।

হিরো মোটোকর্প ভারতীয় ফুটবলে দীর্ঘদিন স্পন্সর করে এসেছিল। জানা গেছে হিরো মোটোকর্প এর সাথে চুক্তি শেষ হয়েছে আইএসএলের, কিন্তু তারা আর চুক্তি নবীকরণ করেনি। আইএসএল ছাড়াও তারা আইলিগেও স্পন্সর করতো।

আরও পড়ুন:  ISL 2023-24 : লক্ষীপুজোর দিন কলকাতা ডার্বি

জানা যাচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ সমস্যার জন্যই তারা ভারতীয় ফুটবলের টাইটেল স্পন্সর থেকে সরে যাচ্ছে। কিছুদিন আগেই অর্থ তছরুপের অভিযোগ উঠেছিল হিরো মোটোকর্প লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং জিরেক্টর পবন কান্ত মুঞ্জলের বিরুদ্ধে। অর্থ তছরুপের বিরুদ্ধে তদন্তে নামে ইডি(ED) অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। তদন্ত এখনো চলছে। এই কারনেও ভারতীয় ফুটবলে লগ্নির হাত গুটিয়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  ISL 2023-24: প্রকাশিত হল আইএসএলের প্রথম পর্বের সূচি

স্পন্সর না থাকলে ফুটবলের উন্নতিতেও ধাক্কা খাবে। বিকল্প স্পন্সরের খোঁজে ভারতীয় ফুটবল। হাতে সময় কম, তার মধ্যেই বিকল্প স্পন্সর খুঁজতে হবে। এদিকে ভিউয়ারশিপ কমে যাওয়ার জন্য স্টার সরে গিয়েছে ISL থেকে। একের পর এক ধাক্কা আসছে ভারতীয় ফুটবলে।

ছবি সৌজন্যে- Indian Super League

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ