ISL 2023: আইএসএল শুরুর আগেই মোহনবাগান শিবিরে দুঃসংবাদ

ISL 2023: আইএসএল শুরুর আগেই মোহনবাগান শিবিরে দুঃসংবাদ

আইএসএল(ISL) শুরুর আগেই বড় ধাক্কা খেলো মোহনবাগান সুপার জায়েন্ট(Mohunbagan Super Giant)। দেশের হয়ে কিংস কাপে খেলতে গিয়ে চোট পান আশিক কুরুনিয়ান(Ashique Kuruniyan)। গত ৭ সেপ্টেম্বর কিংস কাপে ইরাকের বিরুদ্ধে খেলার সময় চোট পায় আশিক কুরুনিয়ান। অভিযোগ, তার চোটের গুরুত্ব নির্ধারন না করেই জাতীয় দল থেকে ছেড়ে দিয়েছিল মোহনবাগানে যোগ দেওয়ার জন্য। এই কারনেই অসন্তুষ্ট মোহনবাগান সুপার জায়েন্ট।

আরও পড়ুন:  ISL 2023-24 : লক্ষীপুজোর দিন কলকাতা ডার্বি

মোহনবাগানের অভিযোগ, চোটের চার দিন পরেও জাতীয় দলের মেডিকেল টিম আশিক কুরুনিয়ান এর প্রাথমিক এমআরআই করেননি। প্রত্যাশা মতো জাতীয় দল থেকে অন্যান্য খেলোয়াড়দের সাথেই দেশে ফিরে এসে নিজ ক্লাবে যোগ দেয়। প্রাথমিক ভাবে জানা যায় যে, আশিক কুরুনিয়ান এর 40% এসিএল(ACL) হয়েছে। জানা গেছে আজকে রাতে বোর্ড মিটিং রয়েছে। তার পরেই জানা যাবে আশিক এর চোট কতটা গুরুতর এবং কত দিন মাঠের বাইরে থাকতে হবে।

আরও পড়ুন:  ISL 2023-24: আইএসএল হারাল টাইটেল স্পনসর, ধাক্কা ভারতীয় ফুটবলে

আগামী 19 সেপ্টেম্বর এএফসি(AFC) কাপের গুরুত্বপূর্ন ম্যাচে ওড়িশার মুখোমুখি হবে মোহনবাগান। এছাড়াও 23 সেপ্টেম্বর থেকে আইএসএল অভিযানে নামছে সবুজ মেরুন। ফলে এবছর ব্যস্ত সূচি রয়েছে মোহনবাগানের। আশিক এর চোট যদি গুরুতর হয়, তাহলে ব্যস্ত সূচিতে মোহনবাগান ধাক্কা খেতে চলেছে।

ছবি সৌজন্যে- ইন্ডিয়ান সুপার লিগ

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ