ISL 2023: চাপে মোহনবাগান, জামশেদপুরের বিরুদ্ধে নেই কামিংস, বুমোস

ISL 2023: চাপে মোহনবাগান, জামশেদপুরের বিরুদ্ধে নেই কামিংস, বুমোস

আজ আই এস এলে ( ISL ) জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। তার আগে সমর্থকদের চিন্তা বাড়িয়েছেন দুই বিদেশি হুগো বুমোস ( Hugo Boumous) এবং জেসন কামিংস (Jason Cummings)। গত ম্যাচেই এ এফ সি কাপের ম্যাচে বসুন্ধরা এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে স্টপার আনোয়ার আলি গোড়ালিতে চোট পেয়েছিলেন। তাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এরইমধ্যে দুই বিদেশিকে ছাড়া জামশেদপুরের বিরুদ্ধে দল সাজানোই বাগান কোচের কাছে চ্যালেঞ্জ।

গত দুদিন ধরে অসুস্থতার কারণে অনুশীলনে অনুপস্থিত ছিলেন জেসন কামিংস। মঙ্গলবার তিনি অনুশীলনে হাজির থাকলেও মোহনবাগান দলের সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়নি। যাননি হুগো বুমোসও ( Hugo Boumous)।

ডুরান্ড কাপ থেকেই দুরন্ত ছন্দে ভারতের শতাব্দীপ্রাচীন এই ক্লাব। ডুরান্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারানোর পরে আই এস এলেও (ISL) টানা তিনটি ম্যাচ জিতেছে মোহনবাগান। ফলে প্রিয় দলকে নিয়ে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। জামশেদপুর অবশ্য এবারের আই এস এলে এখনও সেভাবে ছাপ ফেলতে পারেনি। পাঁচটি ম্যাচের মধ্যে তারা জিতেছে একটিতে, ড্র করেছে দুটি ম্যাচ। সুতরাং তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পাচ্ছে মোহনবাগান। বাগান কোচ জুয়ান ফেরান্দ অবশ্য জামশেদপুরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন – ‘ জামশেদপুর লড়াকু টিম। আমার মনে হয় কঠিন ম্যাচ হতে চলেছে।’

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ