- Advertisement -
বাঙালির সংস্কৃতি মধ্যে অন্যতম হলো কোজাগরী লক্ষীপুজো। আর সেই দিন অর্থাৎ ২৮ শে অক্টোবর হবে কলকাতা ডার্বি(Kolkata Derby)।
একদিকে ধর্মীয় উৎসব আর অন্য দিকে ভারতীয় ফুটবলের বড় ম্যাচে। ফলে ফুটবল আবেগে ধাক্কা দিতে পারে আইএসএলের(ISL) এই সূচী।
ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল(East Bengal) ও মোহনবাগান(Mohunbagan)। সেদিনের ম্যাচেই দেখা গিয়েছে আট থেকে আশির ঢল যুবভারতীতে(Yuva Bharati Stadium)।
লক্ষীপুজোর দিন ছাড়াও ২১ শে অক্টোবর ইস্টবেঙ্গলের ম্যাচ দেওয়া হয়েছে যুবভারতী স্টেডিয়ামে। ফলে আইএসএলের সূচিতে বাঙ্গালীর ফুটবল(Football) আবেগে ধাক্কা দিতে চলেছে।