Suvendu: “১২, ১৪, ২১ ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ”, বার্তা শুভেন্দু অধিকারীর

Suvendu: "১২, ১৪, ২১ ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ", বার্তা শুভেন্দু অধিকারীর

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসেম্বরে কি হবে তা নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “১২, ১৪ এবং ২১ এই তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ।”

এইদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিক বিষয়ে বার্তা দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। পরবর্তী লোকসভা ভোট নিয়ে শুভেন্দু বলেন, “আগলি বার ৪০০ পার! ২০২৪ এ কেউ থাকছেনা। নরেন্দ্র মোদির কোনো বিকল্প নেই!” হিমাচলের হার নিয়ে তাঁর বক্তব্য, “হিমাচলে প্রতি ৫ বছরে সরকার বদল হয়। সেখানে আভ্যন্তরীণ কি হয়েছে দলের নেতারা পোস্টমর্টেম করে নিশ্চয়ই জানাবেন। আর একটু ভালো ফলাফল হওয়া হয়তো উচিৎ ছিল!” সঙ্গে তাঁর সকৌতুক উক্তি, “সব তো আমাদেরই লোক। মধ্যপ্রদেশের মতো ৫/৬ মাস অপেক্ষা করতে হবে, হয়ে যাবে সরকার।” এরপর ডিসেম্বর মাস নিয়ে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “তিনি বলেন, “১২, ১৪ এবং ২১ এই তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ