সিএএ নিয়ে উত্তাল সারা দেশ। বেশ কয়েকটি রাজ্য সিএএ মানবে না বলে বিধানসভায় বিল পাস করেছে। দেশের মধ্যে সর্ব প্রথম গোয়া রাজ্যে সিএএ-কে সমর্থন করে পাশ করেছে বিল। এরই মাঝে জেল থেকে ছাড়া পেয়ে জঙ্গলমহলে ফিরেছেন জনগণের কমিটির দাপুটে নেতা ছত্রধর মাহাত।
দীর্ঘ এক দশক পর বাড়ি ফিরে সিএএ নিয়ে নিজের ব্যক্তিগত মতামত জানালেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘সিএএ-র ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে জঙ্গলমহলের জনজাতিরা।’ কারণ হিসেবে তিনি জানান, ‘এদের কারুরই ঠিকঠাক নথিপত্র নেই। এরা এখানকার ভূমিপুত্র হলেও জমি-জায়গার নথি নেই কারো।’ তাই সমস্ত সংগঠনকে এক হয়ে সিএএ-র বিরোধিতায় নামার আহ্বান জানান তিনি।