“আগামী বছর বিধানসভা নির্বাচনে যেভাবেই ভোট হোক তৃণমূলকে হারাব!” দিলীপ ঘোষ


“We will defeat the Trinamool in any way in the Assembly elections next year!” Dilip Ghosh
GNE NEWS DESK: এবারে ফের দিলীপের হুঁশিয়ারি। তবে এটা ঠিক হুঁশিয়ারি নয়, এটা একেবারে হুঙ্কার। শাসক দলকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে বললেন, ‘ইভিএমেও হারাব। ব্যালটেও হারাব।’ আজ “গণতন্ত্র বাঁচাও” কর্মসূচি পালন করছে গোটা রাজ্যজুড়ে বিজেপি। বিজেপির কর্মী সমর্থকরা ধরণা চলছে জেলার নানান জায়গায়। আবার পুলিসের বিরুদ্ধে ধরনামঞ্চ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে নানান জায়গা থেকে। তবে আজকের পরে এটুকু বোঝা যায় বিধানসভা ভোটকে মাথায় রেখে উত্তেজনার পাদ চড়ছে গোটা জেলা জুড়ে।
এদিন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বিজেপির এই গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে অংশ নেন। আজকে তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ করে বলেন, “বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। বহু জায়গায় ধরনা মঞ্চ ভেঙে দিয়েছে পুলিস। গ্রেফতার করেছে। রাজ্যে কোনওরকম কোনও গণতন্ত্র নেই। নির্বাচন করলে তৃণমূল হেরে যাবে, তাই ভয় পাচ্ছে। ভয়ে নির্বাচন করছে না।” গত ১ বছর ধরে কেন কোনও নির্বাচন হয়নি? কেন ইভিএম-এ ভোটের বিরুদ্ধে তৃণমূল আন্দোলন করছে? এদিন সে প্রশ্নও তোলেন দিলীপ ঘোষ। এরপরই তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “ইভিএম-এও হারাব। ব্যালটেও হারাব।”
উল্লেখ্য, সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে বিজেপি দল তাদের পায়ের তলার মাটি শক্ত করতে কোমর বেঁধে লেগে পড়েছে। লড়াইতে কোনোভাবেই ঘাসফুলকে জায়গা দিতে নারাজ গেরুয়া শিবির। তবে এদিকে তৃণমূলও পিছিয়ে নেই। নিজেদের জয় হাসিল করতে তারাও গুটি সাজাতে ব্যাস্ত। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে বলা যেতেই পারে।
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,