BRAKING NEWS

Jaldapara : গণ্ডারের আক্রমণ! জিপসি উল্টে আহত ৫ পর্যটক

শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতে গিয়ে বিপত্তিতে পড়লেন পর্যটকরা। গণ্ডারের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে উল্টে গেল জিপসি।আহত হয়েছেন ৫ জন পর্যটক।

জানা গিয়েছে, এইদিন জলদাপাড়া জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির সময় দুপুর ২ টো নাগাদ দু’টি গণ্ডার জঙ্গলের মধ্যে লড়াই করছিল। তিনটি গাড়ি সেই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে পড়ে। এই সময় গণ্ডার দু’টি জঙ্গল থেকে বেরিয়ে এসে সামনে থাকা গাড়িটিকে তাড়া করে। গাড়িটি আঁকাবাকা রাস্তায় দ্রুত পিছোতে গিয়ে উল্টে যায়। ঘটনায় ৫ জন পর্যটক আহত হয়েছেন। গন্ডার দুটি এরপর জঙ্গলের ভিতর চলে যায়। আহত এক পর্যটককে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা মাদারিহাট হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply