‘রক্ত দেব, বাংলাকে ভাগ করতে দেব না’, আলিপুরদুয়ারে হুংকার মমতার

'রক্ত দেব, বাংলাকে ভাগ করতে দেব না', আলিপুরদুয়ারে হুংকার মমতার

আলিপুরদুয়ার থেকে রাজ্য ভাগ প্রসঙ্গে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্ত দিলেও, বাংলাকে ভাগ করতে দেবেন না বলে হুংকার দিয়েছেন তিনি।

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আলিপুরদুয়ারে কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী। এর আগে পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। পৃথক জঙ্গলমহলের দাবি তুলেছেন অন্য এক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এমনকি কয়েকদিন আগেই কেএলও প্রধান জীবন সিংহ কোচ-কামতাপুরে মুখ্যমন্ত্রীকে না আসার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন। রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন। কিন্তু এইদিন আলিপুরদুয়ারে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, “রক্ত দেওয়ার জন্য তৈরি। বাংলাকে ভাগ করতে দেব না।”

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “রবীন্দ্রনাথ, নজরুলকে ভাগ করতে পারবেন? কেউ ব্যানার্জি তো কেউ চ্যাটার্জি, কেউ রায় তো দাস, কেউ আলম তো মাস্টার, কেউ মুণ্ডা তো কেউ সর্দার। কত মানুষ কত ধর্ম। আমরা সবাই এক হয়ে থাকব।” বিজেপির প্রশ্রয়ে উত্তরবঙ্গ ভাগের দাবি উঠছে অভিযোগ করে তিনি বলেন, “আমাকে ভয় দেখাচ্ছে ভাগ না করলে নাকি আমাকে মেরে দেবে! তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। আমি অনেক বন্দুক দেখে এসেছি। আমাকে এ সব বন্দুক-টন্দুক দেখিয়ো না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ