হাসিমারায় মুখ্যমন্ত্রী, বিজেপি-কে কড়া আক্রমণ

হাসিমারায় মুখ্যমন্ত্রী, বিজেপি-কে কড়া আক্রমণ

উত্তরবঙ্গ সফরে গিয়ে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারা থেকে দিলেন একাধিক বার্তা। এইদিন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের অনুষ্ঠানে যোগদান করেন তিনি। উপস্থিত ছিলেন একটি গণবিবাহের আসরেও।

এই দিন হাসিমারা সুভাষিণী চা বাগানের মাঠে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে ধামসা মাদলের সঙ্গে নাচেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক দম্পতিকে রূপশ্রী প্রকল্পের আওতায় ২৫ হাজার টাকা করে দেওয়া হবে জানিয়েছেন তিনি। এরপর সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাসে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘সব কিছুর দাম এত বেড়ে গিয়েছে যে, বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। উজালা গ্যাস দিয়েছিল কেন্দ্র, এখন কী করছেন সেই গ্যাসে?’’ তাঁর কটাক্ষ, “ভোট এলেই বলবে, সেপারেট স্টেট দেব। আর ভোট মিটতেই দেশের অবস্থা দেখুন, জিনিসপত্রের দাম কোথায় গিয়ে পৌঁছেছে।” চা বাগানে কাজ করা শ্রমিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর ঘোষণা , ‘‘আগে আপনারা মজুরি পেতেন মাত্র ৬৭ টাকা। আমরা সেটা বাড়িয়ে করেছি ২০২ টাকা। আরও বাড়বে। কিন্তু যত দিন না বাড়ছে, তত দিন ১৫ শতাংশ হারে ইন্টেরিম রিলিফ পাবেন।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ