রাজ্যের পৌরসভায় পুরভোট সামনেই। তার আগে প্রচাররত বিজেপি প্রার্থীকে হেনস্থা ও তাঁর দাদাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর ৩৬ নম্বর ওয়ার্ডে।
- Advertisement -
জানা গিয়েছে, বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি-র পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। বিজেপির অভিযোগ, প্রার্থীর সমর্থনে পতাকা লাগানোর সময়ে তৃণমূল সমর্থকরা তাঁদের মারতে আসেন। ৩৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শম্পা দেবনাথের অভিযোগ, তাঁর দাদাকে মারধর করা হয়েছে। এমনকি তাঁকেও মাটিতে ফেলে দিয়ে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ।
ঘটনার প্রেক্ষিতে শুক্রবার রাতে করুণাময়ী মোড় অবরোধ করে বিজেপি। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।