করোনা ভাইরাসের তান্ডবের মধ্যেই দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
দেশে করোনা সংক্রমণের ঘটনা বিস্ফোরকভাবে বাড়ছে, যার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেছে কমিশন। ওই বৈঠকে বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়। তারপর পাঁচটি রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ১০ই ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ৭ টি পর্বে এই পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট হবে।
- Advertisement -
উত্তর প্রদেশ : –
প্রথম পর্বের ভোট হবে ১০ ফেব্রুয়ারি।
দ্বিতীয় পর্ব- ১৪ ফেব্রুয়ারি
তৃতীয় পর্ব- ২০ ফেব্রুয়ারি
চতুর্থ পর্ব- ২৩ ফেব্রুয়ারি
পঞ্চম পর্ব- ২৭ ফেব্রুয়ারি
ষষ্ঠ পর্ব- ৩ মার্চ
সপ্তম পর্ব- ৭ মার্চ
- Advertisement -
গোয়া, পাঞ্জাব ও উত্তরাখণ্ড : –
এই তিনটি রাজ্যে এক পর্বে নির্বাচন হবে। ১৪ই ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মণিপুর :- দুই পর্বে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ ভোটগ্রহণ হবে।
রেজাল্ট – ১০ই মার্চ।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নিরাপদ ভোটের জন্য অনেক বড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইউপি, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৫ জানুয়ারি পর্যন্ত কোনো নির্বাচনী সমাবেশ, রোডশো, পদযাত্রা বা সাইকেল যাত্রা হবে না। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনো নির্বাচনী সমাবেশ হবে না। জনসমাগম হবে না। ভোট গণনার পর কোনো বিজয় মিছিল করতে দেওয়া হবে না।