Medinipur : আহত মহিলার মৃত্যু, অবরোধ উদয়পল্লী-কুইকোঠা রাস্তায়, সকাল থেকে নর্দমার কাজ শুরু

Medinipur : আহত মহিলার মৃত্যু, অবরোধ উদয়পল্লী-কুইকোঠা রাস্তায়, সকাল থেকে নর্দমার কাজ শুরু

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর শহর সংলগ্ন উদয়পল্লী-কুইকোঠা রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্কুল পড়ুয়া ও তার মা৷ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গুরুতর আহত ঐ মহিলার মৃত্যু হয়েছে। মেরামতির দাবিতে বৃহস্পতিবার থেকেই উদয়পল্লী-কুইকোঠা সড়কে চলছে অবরোধ। অন্যদিকে শুক্রবার সকালে প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয়েছে রাস্তার নর্দমার কাজ।

এলাকাবাসীর অভিযোগ, মেদিনীপুর শহর সংলগ্ন উদয়পল্লী এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তায় বড় বড় গর্ত। এমতাবস্থায় বৃষ্টির জল জমে আরও সঙ্গিন হয়েছে পরিস্থিতি। তার মধ্যে দিয়েই চলাচল করছে বাস, লরি, গাড়ি ও পথচারীরা। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। বৃহস্পতিবার এক স্কুল পড়ুয়া ও তার মা দুর্ঘটনার কবলে পড়ার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। উদয়পল্লী-কুইকোটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় ঘাতক লরিটিকে। ঘটনাস্থলে পৌঁছান জেলার ডিএসপি এডমিন সহ মেদিনীপুর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানও। তাঁকে ও পুলিশকে ঘিরে ধরে অবিলম্বে রাস্তা সারাইয়ের ব্যবস্থার দাবি জানান বিক্ষোভকারীরা। তারপর থেকে যান চলাচল বন্ধ রয়েছে ঐ রাস্তায়।

আরও পড়ুন:  Medinipur : বেহাল দশা উদয়পল্লী-কুইকোঠা রাস্তার, দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও অবরোধ

এলাকাবাসীর দাবি, যতদিন না এই রাস্তার কাজ সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ ভাবে বাস ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া রাস্তাটির মেরামতির কাজ সম্পূর্ণ হলে এই রাস্তায় ট্রাফিক পুলিশ দিতে হবে এবং স্কুলের সময় রাস্তায় যান চলাচল বন্ধ রাখতে হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ