Breaking news 11/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 11/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

দেশের এই ভয়ানক পরিস্থিতিতে শান্তি ফেরানোর লক্ষ্যে এই ব্যবস্থা করতে চলেছে শ্রীলঙ্কা প্রশাসন। এ বার অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় শান্তি ফেরাতে দায়িত্ব নিতে চলেছেন সে দেশের সংসদের স্পিকার মহিন্দা আবেবর্ধনে। শ্রীলঙ্কার সংসদ মারফত এই তথ্য প্রকাশিত হয়েছে।ইতিমধ্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিক্রমাসিঙ্ঘেকে গো়তবায়া রাজাপক্ষে জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিক ভাবে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেবেন। রাষ্ট্রপতি ভবন দখল হওয়ার পর প্রতিবাদীদের সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, রাষ্ট্রপতি ফেলে গিয়েছেন মোট ৫০ হাজার ডলার নগদ। তবে সে টাকায় কেউ হাত দেয়নি, সেটি তুলে দেওয়া হবে দেশের হাইকোর্টের কাছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৭/১১/২০২২

নয়া সংসদ ভবনের ছাদে বিরাট অশোক স্তম্ভের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়া সংসদ ভবনের ছাদে এই সাড়ে ৬ মিটার দীর্ঘ, ৯,৫০০ কেজি ওজনের ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদী। সংসদ ভবনের মাথার উপর এত ভারী অশোক স্তম্ভ কার্যত নজিরবিহীন। এর জন্য আলাদা করে সাপোর্টিং স্ট্রাকচার বা সহায়ক পরিকাঠামো তৈরি করা হয়েছে। এদিন সংসদ ভবনে গিয়ে ইঞ্জিনিয়ার ও নির্মাণকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ফেব্রুয়ারি মাসে আমতার দক্ষিণ খাঁন পাড়ায় রহস্যমৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনায় আজ, সোমবার চার্জশিট পেশ করেছে সিট। চার্জশিটে সিটের দাবি, ‘আনিসের মৃত্যু হয়েছে উপর থেকে পড়েই মৃত্যু। পুলিশের গাফিলতির জেরে মৃত্যু আনিস খানের’, উল্লেখ চার্জশিটে, খবর সূত্রের। দাবি, ‘কর্ণাটকে হিজাব-বিতর্ক নিয়ে আনিসের পোস্টের পর পুলিশ হানা দেয় আনিসের বাড়িতে’। ‘পুলিশের হানার পর উপর থেকে পড়ে আনিসের মৃত্যু’ উল্লেখ উলুবেড়িয়া আদালতে জমা দেওয়া সিটের রিপোর্টে । মৃত ছাত্রনেতার পরিবার সূত্রে জানা গেছে , বিকেলে ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। তার আগে আদালতে তড়িঘড়ি চার্জশিট পেশ করে মামলার প্রক্রিয়াকে শ্লথ করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ