Ghatal: দেব কি নেই ভোটে! ৩ গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা তারকা সাংসদের

img 20240204 wa0000

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

লোকসভা ভোটের প্রাক্কালে ঘাটালের তারকা সাংসদ দীপক অধিকারী তথা দেবকে নিয়ে ফের জল্পনা! একযোগে তিন গুরুত্বপূর্ণ কমিটির পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের সাংসদ। আসন্ন লোকসভা ভোটের আগে যা রাজনৈতিক মহলে তৈরি করেছে বিভিন্ন জল্পনা।

শনিবার পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে চিঠি দিয়ে বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ এবং ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে একযোগে ইস্তফা দিয়েছেন ঘাটালের সাংসদ দেব। যা কেন্দ্র করে লোকসভা ভোটের আগে জেলার রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এর আগে আসন্ন লোকসভা ভোটে পুনরায় নিজের প্রার্থী হওয়া নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন অভিনেতা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী হন দেব। জিতে প্রথমবার হন সাংসদ। এরপর ২০১৯ সালেও একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। সম্প্রতি ‘প্রধান’ সিনেমার প্রচারে অভিনেতা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, “আমার জায়গায় পূর্ণ সময়ের সাংসদ হলে তিনি আরও ভালো কাজ করতে পারতেন।” যদিও তিনি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেতা। তাঁর ব্যাখা ছিল, “২০১৯ সালে ভেবেছিলাম দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বললে ভোটে লড়ব। এবার সেরকম কিছু ভাবতে পারছি না। ২০২৪-এ টিকিট পাব কি না, ভোটে লড়ব কি না এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসিনি। তবে আমার পরিবর্তে পূর্ণ সময়ের সাংসদ হলে কাজ ভালো হবে।”

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ