Breaking news 25/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 25/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আজ ফের সিবিআই-এর মুখোমুখি হতে নিজাম প্যালেস গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থকে এ দিন দিল্লি থেকে কলকাতায় আসা সিবিআইয়ের একটি বিশেষ টিম জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। গত বুধবার সিবিআই-এর মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়৷ আজ সকাল এগারোটায় ফের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করেছিল সিবিআই৷

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবারের মতোই আজ বুধবারেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৬ মে-র পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৭/১১/২০২২

কংগ্রেস ছাড়লেন প্রবীণ নেতা কপিল সিব্বল। বুধবার উত্তরপ্রদেশ থেকে সপা-র হয়ে রাজ্যসভায় মনোনয়ন পেশ করলেন কপিল। মনোনয়ন পেশের সময় তাঁর পাশে ছিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। ১৬ মে কংগ্রেস সভানেত্রীকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন কপিল। মনমোহন-জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন কপিল সিব্বল।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৩/১১/২০২২

ওড়িশায় দুর্ঘটনায় বাংলার ৬ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে নিহতরা প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। এই ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ওড়িশার গঞ্জম-কান্ধমাল সীমান্তের কলিঙ্গ ঘাঁটিতে একটি পর্যটকবাহী বাস উলটে যাওয়ার জেরে পশ্চিমবঙ্গের ছয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ