বন সহায়ক পদে ২ হাজার জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। তা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন কর্মী। মামলার দ্রুত শুনানির আর্জি জানান তাঁরা। সেই আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ। তাঁদের বেঞ্চ এই মামলা শুনবে না বলে জানিয়ে, মামলাকারীরা চাইলে অন্য বেঞ্চের দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছেন বিচারপতিরা।

জনপ্রিয় খবর:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে

বন সহায়ক পদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। অভিযোগ, ২০২০ সালের এই নিয়োগে ত্রুটি ছিল। তাছাড়া চাকরিপ্রাপকদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হয়েছিল ফলাফল। সেই নিয়োগ তালিকা বাতিল করে নতুন করে ইন্টারভিউ নেওয়ার আদেশ দিয়েছেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। ২ মাসের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে নিয়োগ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে