Land Buy : জমি বাড়ি কিনলেই ‘দুয়ারে দলিল’ পরিষেবা

Land Buy : জমি বাড়ি কিনলেই 'দুয়ারে দলিল' পরিষেবা

জমি বাড়ি (Land Buy) কিনলেই খুব সহজেই এবার পেয়ে যাবেন দলিল। দলিল পেতে ক্রেতাদের বার বার যেতে হয় রেজিস্ট্রি অফিসে। সূত্রের খবর, এইবার এই সমস্যার থেকে মুক্তি পেতে চলেছেন রাজ্যবাসী। বাড়িতে বসেই মিলবে ‘দুয়ারে দলিল’ পরিষেবা (Duyare Dalil)।

সূত্রের খবর, এবার থেকে জমি বাড়ি কেনার সময় ক্রেতার যে ঠিকানা দেওয়া হবে ঐ ঠিকানায় ডাক যোগে দলিল পৌঁছে যাবে। এই পরিষেবার জন্য প্রয়োজনীয় বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে আধিকারিক পর্যায়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিদেশ সফরে রয়েছেন। মনে করা হচ্ছে, তিনি বিদেশ থেকে ফেরার পর এই পরিষেবার বিষয়টি চূড়ান্ত হতে পারে।

বর্তমানে জমি বা বাড়ির দলিলের ‘সার্টিফায়েড কপি’ অনলাইনে মেলে। সেই সঙ্গে মূল দলিল পেতে নির্দিষ্ট আইজিআর রশিদ সহ ক্রেতাকে রেজিস্ট্রি অফিসে আবেদন করতে হয়। এই প্রক্রিয়ার জন্য ক্রেতাকে বারংবার রেজিষ্ট্রি অফিসে আসতে হয়। সেই বিষয়টি নজরে রেখে সরকারি পরিষেবা আরও সহজ করে তুলতেই নবান্ন ডাক যোগে দলিল পৌঁছে দেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করেছে বলে জানা গিয়েছে। ক্রেতাদের বাড়তি খরচ যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে খবর৷ এখন মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিললেই দলিল পাওয়ার দীর্ঘসূত্রতার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ