Paschim Medinipur : প্রকল্পের বাস্তবায়নে ‘স্কিম ব্যাঙ্ক’ গঠন জেলা পরিষদের

Paschim Medinipur : প্রকল্পের বাস্তবায়নে 'স্কিম ব্যাঙ্ক' গঠন জেলা পরিষদের

গত ১৪ আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি নির্বাচন হয়েছে। তারপরেই জেলার প্রকল্পগুলির সঠিক ও পরিকল্পনা মাফিক বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তরফে গঠিত হচ্ছে ‘স্কিম ব্যাঙ্ক’।

জেলা পরিষদের প্রকল্প রূপায়নের ক্ষেত্রে ও বরাদ্দ অর্থ সঠিক সময়ে খরচের বিষয়ে গড়িমসি বা প্রকল্পের কাজ সময়ে সম্পূর্ণ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। বরাদ্দ অর্থের অসম বন্টনের অভিযোগও উঠেছে। এমনকি জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের কাজের গতি নিয়ে প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা পরিষদের অধিন সমস্ত পঞ্চায়েত সমিতিগুলির প্রকল্প সঠিক ভাবে রূপায়নের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তরফে গঠিত হতে চলেছে ‘স্কিম ব্যাঙ্ক’। সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। জেলা সভাধিপতি ও সহ সভাধিপতি পদেও মুখের পরিবর্তন ঘটেছে। তাই লক্ষ্যমাত্রা স্থির করে প্রকল্প রূপায়নে জোর দিতে চলেছে জেলা পরিষদ।

আরও পড়ুন:  Medinipur : ভোট মিটতেই দলবদল! কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য তৃণমূলে

জেলা পরিষদের তরফে জানা গিয়েছে, জেলার পঞ্চায়েত সমিতিগুলির কাছে প্রস্তাবিত প্রকল্পের নাম চাওয়া হবে। তারপর জেলা পরিষদ তার তালিকা তৈরি করবে। যা পোষাকি ভাবে ‘স্কিম ব্যাঙ্ক’। অর্থ এলে তালিকা ধরে বরাদ্দ ও প্রকল্প রূপায়ণ হবে। বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে থাকলেও, ‘স্কিম ব্যাঙ্ক’ চালু হলে প্রকল্পের রূপরেখা আগে থেকেই নির্ধারিত থাকায় সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশা করছেন জেলা পরিষদের নতুন অভিভাবকেরা।

আরও পড়ুন:  Mamata Banerjee : ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বাড়লো ৫০০ টাকা, পঞ্চায়েত ভোটের পর দরাজ মমতা

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ