SSC Case : এসএসসি-র সব মামলার শুনানি হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, ধার্য ৬ মাসের সময়সীমা

SSC Case : এসএসসি-র সব মামলার শুনানি হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, ধার্য ৬ মাসের সময়সীমা

কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা পাঠানো হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে।

এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রায় ২ বছর ধরে চলছে সেই সংক্রান্ত বিভিন্ন মামলা। সিবিআই তদন্তও চলছে৷ এই পরিস্থিতি এসএসসি সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এসএসসি মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেন। সেই সঙ্গে শুনানির জন্য হাইকোর্টকে ছ’মাসের সময়সীমা দেন। প্রয়োজনে শুনানির জন্য হাইকোর্টকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের পরামর্শও দেওয়া হয়। এই মামলা নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীদের আইনজীবী৷ তারই প্রেক্ষিতে শুক্রবারের রায়।

আরও পড়ুন:  ভোট তো পরের কথা! প্রচারে যেতেই তৃণমূলের প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ