Jadavpur University : ২৪ ঘন্টার মধ্যে প্রাক্তনীদের ঘর খালি করাতে হবে, বিশ্ববিদ্যালয়কে নির্দেশ আদালতের

Jadavpur University : ২৪ ঘন্টার মধ্যে প্রাক্তনীদের ঘর খালি করাতে হবে, বিশ্ববিদ্যালয়কে নির্দেশ আদালতের

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হোস্টেলে প্রাক্তন পড়ুয়াদের ঘর ২৪ ঘণ্টার মধ্যে খালি করাতে হবে বলে জানালো কলকাতা হাইকোর্ট৷ কর্তৃপক্ষকে হোস্টেলের প্রতিটি ঘরে গিয়ে ২৪ ঘন্টার মধ্যে প্রাক্তনীদের ঘর খালি করতে জানাতে হবে বলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছেন।

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের। ওঠে র‍্যাগিংয়ের অভিযোগ। অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রের বাবা। এখনও পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে।

আরও পড়ুন:  যাদবপুরে নিহত পড়ুয়ার মা কে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। সেই মামলার শুনানিতেই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রাক্তন ছাত্রদের থাকার বিষয়টি ওঠে৷ মঙ্গলবার সেই প্রসঙ্গেই আগামী ২৪ ঘন্টার মধ্যে হোস্টেলের ঘর প্রাক্তনীদের দখল থেকে খালি করাতে বলেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন:  যাদবপুরে নিহত পড়ুয়ার মা কে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ