Kolkata Book Fair : ২৫ কোটি টাকার বই বিক্রি বইমেলায়, তৈরি হল নতুন রেকর্ড

Kolkata Book Fair : ২৫ কোটি টাকার বই বিক্রি বইমেলায়, তৈরি হল নতুন রেকর্ড

কলকাতা বইমেলার বিগত ৪৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড। এবারের বইমেলায় মোট বই বিক্রি হল ২৫ কোটি টাকার। রবিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এই তথ্য জানিয়েছেন।

বাঙালি মাত্রেই বইপ্রেমী তা বলার অপেক্ষা রাখে না। সারা রাজ্যেই বিভিন্ন শহরে বছরের বিভিন্ন সময়ে আয়োজিত হয় ছোটবড় বিভিন্ন বইমেলা। এখন সেই তালিকায় নাম লেখাচ্ছে মফস্বলগুলিও। সম্প্রতি হয়ে গেল দেশের অন্যতম ঐতিহ্যের কলকাতা বইমেলা ২০২৩৷ তা নিয়ে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, গত ১৩ দিনে ২৩ থেকে ২৪ লাখ বই বিক্রি হয়েছে বইমেলায়। ব্যবসা হয়েছে প্রায় ২৫ কোটি টাকার। ই বুক ও পিডিএফ প্রযুক্তির সময়েও যে কাগজে ছাপা বইয়ের এই বিপুল বিক্রি। সেই সঙ্গে এবারের বইমেলার ভিড় টেক্কা দিয়েছে ৪৫ বছরের রেকর্ডকেও। গত ৩০ জানুয়ারি সল্টলেকের করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ৩১ শে জানুয়ারি দুপুর ১২টা থেকে বইমেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ