কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষকের। সেই রায়ের বিরুদ্ধে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে পর্ষদের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিকের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ১৪০ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা করেন। মামলাকারীরা অপ্রশিক্ষিত প্রার্থী। মামলাকারীদের দাবি, তাঁদের থেকে কম নম্বর পাওয়ার পরেও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরি পেয়েছেন। আদালতের নির্দেশে নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশের পর তা স্পষ্ট বলে দাবি করেন তাঁরা।

জনপ্রিয় খবর:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে

দীর্ঘ শুনানির পর গত শুক্রবার ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও আগামী চার মাস তাঁরা স্কুলে যেতে পারবেন এবং প্যারাটিচার হিসাবে বেতন পাবেন বলেও জানান তিনি। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এই রায়ের বিরুদ্ধেই এবার ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ। আগামী মঙ্গলবার হতে পারে এই মামলার শুনানি।

জনপ্রিয় খবর:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে