Sourav Puja : ৫১ তম বর্ষে সৌরভের বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গোৎসব

Sourav Puja : ৫১ তম বর্ষে সৌরভের বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গোৎসব

বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ৫০টি বর্ষ অতিবাহিত করেছে। এই বছরের আয়োজন ৫১ তম বর্ষের। বড়িশা পুজো সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো হিসাবেই বিখ্যাত। প্রতিবছরই প্রাক্তন ভারত অধিনায়ক ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন এই পুজোর সঙ্গে। যদিও এই বছর এখনও তিনি রয়েছেন ইংল্যান্ডে। রবিবারের খুঁটি পুজোতেও উপস্থিত থাকতে পারেননি।‌

বড়িশা প্লেয়ার্স কর্নার এর পুজোর বয়স আর সৌরভের বয়স প্রায় সমান। মহারাজা সৌরভের বাবা চন্ডী গঙ্গোপাধ্যায়ের আমলে পুজো শুরু হয়েছিল। তখন তিনি এক বছরের। বাবা কাকাদের শুরু করা এই পুজোর সঙ্গে তিনি জন্মের পর থেকেই একাত্ম্য। ২০২৪ সালের ৮ই জুলাই সৌরভ ৫১ বছর পূর্ণ করবেন।

আরও পড়ুন:  Jhargram Durga Puja : ১৬০ বছরের পুজো গোপীবল্লভপুরে, বক্সী বাড়িতে ‘অপরাজিতা’ রীতি

পুজোর সম্পাদিকা জুই গঙ্গোপাধ্যায়। পুজোর অন্যতম উদ্যোক্তা অনুপম দত্ত। থিম সম্পর্কে তিনি বলেন, “চমক তো থাকছেই পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হবে বৃক্ষরোপণের কথা বলা হবে।” সৌরভ জায়া ডোনা বলেন, “পুজো মানেই সকলের আনন্দ।” মজা করে আরও বলেন, “সৌরভ নেই বলেই আমরা মঞ্চে ওর হয়ে প্রক্সি দিচ্ছি।” দিন যাচ্ছে। সমাগত শরৎ! পুজোর অপেক্ষায় সেজে উঠছে বড়িশা প্লেয়ার্স কর্ণার৷

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ