পুজোয় সরকারি অনুদান নিয়ে প্রশ্ন চিহ্ন, হাইকোর্টে দায়ের তিন নম্বর জনস্বার্থ মামলা

পুজোয় সরকারি অনুদান নিয়ে প্রশ্ন চিহ্ন, হাইকোর্টে দায়ের তিন নম্বর জনস্বার্থ মামলা

রাজ্য সরকারের তরফে আসন্ন দুর্গাপুজোয় রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্ত এবার প্রশ্নের মুখে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট-এ তৃতীয় জনস্বার্থ মামলা দায়ের হল।

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার রাজ্য সরকারের অনুদান দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দুটি জনস্বার্থ মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার তৃতীয় মামলা দায়ের হয়। বুধবার প্রথমে আইনজীবী পারমিতা দে-কে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দেয় ও পরে সুবীরকুমার ঘোষ নামে এক ব্যক্তি দ্বিতীয় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সৌরভ দত্ত নামে দুর্গাপুরের এক বাসিন্দা তৃতীয় জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। প্রধান বিচারপতি শ্রীবাস্তব এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুক্রবার তিনটি মামলার শুনানি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ