Vidyasagar Prize : বিদ্যাসাগর পুরস্কার পাচ্ছেন ঝুমুরশিল্পী ললিত মোহন মাহাতো, সাহিত্যিক আবুল বাশার ও প্রত্নতাত্ত্বিক ইয়াসিন পাঠান

Vidyasagar Prize : বিদ্যাসাগর পুরস্কার পাচ্ছেন ঝুমুরশিল্পী ললিত মোহন মাহাতো, সাহিত্যিক আবুল বাশার ও প্রত্নতাত্ত্বিক ইয়াসিন পাঠান

মঙ্গলবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪-তম জন্মজয়ন্তীতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে ‘বিদ্যাসাগর পুরস্কারে’ সম্মানিত হতে চলেছেন সাহিত্যিক আবুল বাশার, ঝুমুরশিল্পী ও লেখক ললিত মোহন মাহাতো এবং প্রত্নতাত্ত্বিক ও গবেষক ইয়াসিন পাঠান। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহের অনুষ্ঠান মঞ্চে তাঁদের এইদিন সম্মান জানানো হবে।

২০১৯ সাল থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে ‘বিদ্যাসাগর পুরস্কারে’ সম্মানিত করা রাজ্য তথা দেশের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের। এবারের পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন বিখ্যাত সাহিত্যিক আবুল বাশার। তিনি আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁর সাহিত্য কীর্তি সুবিদিত। ঝাড়গ্রামের বিশিষ্ট ঝুমুরশিল্পী ললিত মোহন মাহাতো জঙ্গলমহলে বিশেষ ভাবে সম্মানিত। অরণ্যজীবন কেন্দ্রীক তাঁর সাহিত্য রচনাগুলিও সুপরিচিত। অন্যদিকে প্রত্নতাত্ত্বিক ও গবেষক ইয়াসিন পাঠান মেদিনীপুর শহরের অদূরে পাথরার ৩৪টি মন্দির ও স্থাপত্যকীর্তিকে জনসমক্ষে সুপরিচিত করেছেন। প্রধানত তাঁরই প্রচেষ্টার ও তাঁর নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের পরে ২০০৩ সালে কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পাথরা’র ২৫ বিঘা জমি অধিগ্রহণ করে ও পরে ১৯টি মন্দির সংস্কারও করা হয়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ