Jhargram : কলকাতার পুজোর থিম ‘জঙ্গলকন্যা’, কুনাল-বীরবাহার উপস্থিতিতে থিমের উদ্বোধন

Jhargram : কলকাতার পুজোর থিম 'জঙ্গলকন্যা', কুনাল-বীরবাহার উপস্থিতিতে থিমের উদ্বোধন

ক্রমে এগিয়ে আসছে পুজো। বিভিন্ন আয়োজকরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আগাম প্রস্তুতি। তারই মধ্যে কলকাতার পুজোয় লাগলো ‘জঙ্গলমহলে’র ছোঁয়া। ঝাড়গ্রামউদ্বোধন হল কলকাতার রামমোহন সম্মিলনীর ৭৮ তম বর্ষের পুজোর থিম, ‘জঙ্গলকন্যা’।

দেবী দুর্গার আবাহন, দুর্গাপুজো। পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা, অন্তিমে অসুরদলন। মাতৃভাবের আরাধনায় এবার জঙ্গলমহলের কন্যাদের উপস্থিতিকেই পাথেয় করতে চলেছে কলকাতার রামমোহন সম্মিলনী। জঙ্গলকন্যাদের জীবন, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য দিয়েই সেজে উঠবে তাদের এইবারের পুজো ও পুজোমন্ডপ। শনিবার ঝাড়গ্রামে সেই ‘জঙ্গলকন্যা’ থিমের উদ্বোধন হল। রবীন্দ্র পার্কে ধামসা-মাদল সহযোগে হল উদ্বোধনের অনুষ্ঠান। পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর এক জঙ্গলমহল-কন্যা, মন্ত্রী বীরবাহা হাঁসদা।

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এইদিন রামমোহন সম্মিলনীর চেয়ারম্যান কুণাল ঘোষ সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জঙ্গলমহলের মাটি এবং চারাগাছ পুজো কমিটির সদস্যদের হাতে দেন বীরবাহা। পুজোর চতুর্থীর দিন কলকাতায় তিনিই করবেন পুজোর উদ্বোধন।

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ