বিজেপির তরফে নতুন রাজ্য কমিটি গঠনের পরেই দলে বিপরীত সুর তীব্র হয়েছে। শান্তনু ঠাকুরের নেতৃত্বে একাধিক বার বৈঠক করেছেন বিদ্রোহীরা। এরপরে দলের তরফে রাজ্যস্তরের দুই নেতাকে শো কজের চিঠি দেওয়া হয়েছে। সেই বিষয়েই এবার মুখ খুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার প্রাতঃভ্রমন কালে তিনি সাংবাদিকদের বলেন, “পার্টি যে কোনও সময়েই যে কোনও কর্মীকে শো কজ করতে পারে। যদি পার্টি মনে করে। তাতে কোনও অসুবিধার কিছু নেই। বাকিটা দলের ব্যাপার। দল বুঝে নেবে।”
- Advertisement -
এছাড়াও দলে বিদ্রোহের বিষয়টিও অস্বীকার করেছেন দিলীপ ঘোষ। জানিয়েছেন, “দলের অন্দরে কোন্দলের কোনও ব্যাপার নেই। পরিবর্তনের হাওয়ায় একটু আওয়াজ হয়। সে হতেই পারে। তাতে কোনও অসুবিধা নেই। পরিবর্তন মেনে নিতে সময় লাগে। সময় লাগবে।”