জাতি বিদ্বেষমূলক মন্তব্য, অধ্যাপিকার অভিযোগে গ্রেপ্তার সবং কলেজের অধ্যাপক

পশ্চিম মেদিনীপুরের সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নির্মল বেরা বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ এনেছিলেন ঐ কলেজেরই বাংলা বিভাগের অধ্যাপিকা পাপিয়া মান্ডি। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল অভিযুক্ত অধ্যাপককে।

গত ১৯ অক্টোবর, ২০২১ অধ্যাপিকা পাপিয়া মান্ডি, বাংলা বিভাগের অধ্যাপক নির্মল বেরা বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছিলেন, পরীক্ষা চলাকালীন অধ্যাপক ড. নির্মল বেরা তাঁকে উদ্দেশ্য করে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেছিলেন তিনি। অধ্যাপিকা থানায় অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত অধ্যাপককে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  Salboni: শালবনীর মৌপাল স্কুলে অনুষ্ঠিত হলো তিন দিনের জনজাতি গৌরব দিবস
আরও পড়ুন:  Salboni: শালবনীর মৌপাল স্কুলে অনুষ্ঠিত হলো তিন দিনের জনজাতি গৌরব দিবস

ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হয় পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ভারত জাকাত মাঝি পরগণা মহল। কলেজ ঘেরাও কর্মসূচিও নেওয়া হয়েছিল। অবশেষে গ্রেপ্তার হলেন অভিযুক্ত অধ্যাপক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ