Dilip Ghosh: “ডিসেম্বর আসুক কিছু তো হবেই”, সত্য সাঁই বাবার জন্মদিনে খড়গপুর এসে বললেন দিলীপ

খড়গপুরে ‘সাঁই ইউনিভার্সাল নিবাসে’ ধর্মগুরু সত্য সাঁই বাবার ৯৭ তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার আয়োজিত হয়েছিল সমাজসেবামূলক অনুষ্ঠানের সেখানে যোগ দিতে এসে দিলীপ ঘোষের মন্তব্য, “উৎকন্ঠার কি আছে! ডিসেম্বর আসুক কিছু তো হবেই!”

বুধবার সাঁই ইউনিভার্সাল নিবাসের তরফে সত্য সাঁই বাবার জন্মদিন উপলক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয় এবং স্কুলপড়ুয়াদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়৷ সেই অনুষ্ঠানে যোগ দিতে খড়গপুর এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন:  Medinipur: বিজেপি যুব মোর্চার কোতোয়ালী থানা ঘেরাও কর্মসূচি, অখিল গিরির গ্রেপ্তারির দাবি

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি নেতাদের ‘ডিসেম্বরে খেলা হবে’ দাবির বিষয়ে তিনি এইদিন বলেন, “ডিসেম্বর তো আসুক এত উৎকণ্ঠের কি আছে। কিছু তো হবেই।” শুভেন্দু অধিকারী রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিতির বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য, “তিনি কেন যাননি তিনিই বলতে পারবেন।” তোলাবাজির বিষয়ে তার বক্তব্য, “পুলিশ জানে, পুলিশ কিছু করে না। সেই জন্য এখানে মাফিয়া রাজ চলে।” কেন্দ্রকে সারের দাম কমানো নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠির বিষয়ে দিলীপ বলেন, “চিঠি না দিয়ে কথাবার্তা বলুন কি সমস্যা আছে। সার বিদেশ থেকে আসে বলে সরকারকে ভর্তুকি দিতে হয়।” তাঁর দাবি, “সরকার যখন কমানোর হবে কমাবে৷ আগে গতবছর এক এক বস্তায় ১০০ টাকা কমানো হয়েছে, আবার কমাবে।” বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে তাঁর কটাক্ষ, “গুন্ডা বদমায়েশরা তৃণমূল পার্টিটা দখল করে নিয়েছে। পুলিশ গেলে পুলিশকেও নিশানা করা হচ্ছে। কে সামলাবে!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ