নতুন রাজনীতি, গনতন্ত্র রক্ষার দায়িত্ব দেওয়া হোক এদের হাতেই

20240327 222732

এ যেন রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমার আপনার হাতধরে বিশ্বের সবচেয়ে বড় গনতন্ত্র রক্ষার দায়িত্ব আম আদমির কাঁধে আজ। ভাবতেই অবাক লাগছে না। রাজনৈতিক মতাদর্শ ত্যাগ করে যখন দেখি নিজেদের আখের গোছাতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতায় টলি পাড়ার নট-নটিদের। ঠিক তখনই এই গতানুগতিক এই ধারাকে ছিন্ন করে প্রার্থী হচ্ছেন চন্দানা বাউরি বা রেখা পাত্র রাত। সত্যি পশ্চিমবঙ্গ এই রাজনীতি আগে কখনও দেখেনি। দেখেনি সাধারণ মানুষ কীভাবে গনতন্ত্র পরিচালনা করতে পারে, যা দরকার ছিল অনেক আগেই।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

কারন ঐ সাধারণ মানুষটিই আপনার এলাকার সুখ-দুঃখ, ভালো-মন্দের খবর জানে। জানে কীভাবে সমস্যা সমাধান করে এগিয়ে নিয়ে যেতে হয় দেশকে। আর টলি পাড়ার নটি বা নটিনিরা আপনার টেক্সের টাকায় ঠান্ডা ঘরে বসে করে আমোদ ফুর্তি। এদের একটিও ভোট নয়। বাংলার রাজনৈতিক সচেতন মানুষ দল-মত নির্বিশেষে এই আখের গোছানো ধান্ধাবাজদের রাজনৈতিক ব্যবসা বন্ধ করতে পারলেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।

আপনি গেরুয়া হোন বা লাল, সবুজ বা হলুদ সেটা বড় ব্যাপার নয়। আপনার রাজনৈতিক মতাদর্শ আমার সাথে মিলতেও পারে বা নাও পারে। কিন্তু মনে রাখবেন দেশটা আমাদের সবার এবং এটাই সবথেকে বড় বিষয়। এই টলি পাড়ার টালমাটাল ধান্দাবাজ দের এমনভাবে বহিষ্কার করুন যাতে আগামী দিনে কোন রাজনৈতিক দল এদেরকে প্রার্থী না করে, আমার আপনার বাড়ির সাধারণ ঘরের গৃহবধূ অথবা সাধারণ নাগরিককে প্রার্থী করতে এগিয়ে আসে। তবেই সাধারণ মানুষের কথায় গণতন্ত্র রক্ষিত হবে। এই ভারত জানবে সত্যিকারের ভারত কি চায়। ১৩০ কোটি ভারতবাসীর ভাবনা বাস্তবের রূপ নিতে পারে এভাবেই।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ