Mahua Moitra : মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল, “আমি স্তম্ভিত” বার্তা মমতার, ‘শেষ দেখা’র হুঁশিয়ারি মহুয়ার

Mahua Moitra : মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল, "আমি স্তম্ভিত" বার্তা মমতার, 'শেষ দেখা'র হুঁশিয়ারি মহুয়ার

প্রশ্নঘুষ কাণ্ডে সাংসদ মহুয়া মৈত্রের লোকসভার সাংসদ পদ খারিজ হল লোকসভায়। শুক্রবার এথিক্স কমিটি লোকসভায় রিপোর্ট জমা দেয়। এরপরেই তৃণমূল সাংসদ মহুয়াকে বহিষ্কারের প্রস্তাব জমা পড়ে। ধ্বনিভোটে পাশ হয়ে যায় সেই প্রস্তাব। ভোটাভুটির প্রেক্ষিতে মহুয়ার সাংসদ পদ খারিজ করেন স্পিকার।

স্পিকার পদ খারিজ হওয়ার পরেই কেন্দ্রীয় সরকারবিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মহুয়া মৈত্র। লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর সংসদের বাইরে গর্জে ওঠেন তিনি। ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মহুয়া বলেন, ‘‘লোকসভার এথিক্স কমিটিতে ‘এথিক্স’ বলে কিছু অবশিষ্ট নেই। তারা সব নিয়ম ভেঙে ফেলেছে। এমন একটা কারণে আমাকে বহিষ্কার করা হল, যা লোকসভার সকল সদস্যের মধ্যে প্রচলিত একটি অভ্যাস। আমি কারও কাছ থেকে টাকা নিয়েছি বা কোনও উপহার নিয়েছি, তার কোনও প্রমাণ নেই।’’ আগামী ৩০ বছর লোকসভার ভিতরে এবং বাইরে লড়াই করবেন বলে জানিয়েছেন বহিষ্কৃত সাংসদ।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 25/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

অন্যদিকে মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং-এ মমতা বলেন, “মহুয়ার বিষয়ে আমাদের ‘ইন্ডিয়া’র শরিকেরা আরও খানিকটা সময় চেয়েছিলেন। ৪৯৫ পৃষ্ঠার একটি রিপোর্ট, সেটা পড়তে সময় লাগবে না? দু’ঘণ্টার মধ্যে আলোচনা শুরু করা হল। আধ ঘণ্টায় ৪৯৫ পাতার আলোচনা হয়েও গেল! কী করে হল আমি বুঝলাম না। মহুয়ার সাংসদ পদও খারিজ করে দেওয়া হল। আমি স্তম্ভিত।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘দল মহুয়ার পাশে আছে। ছিল। এই ঘটনা থেকে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরও এক বার প্রমাণিত। মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার সুযোগই দেওয়া হল না। আমি এর তীব্র বিরোধিতা করছি।’’

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 29/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ